সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
শৈলকুপা পৌরমেয়রের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর ছবি নিয়ে ফেসবুকে কুরুচিপুর্ণ স্ট্যাটাস 

 শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

বঙ্গবন্ধুর ছবি নিয়ে ফেসবুকে কুরুচিপুর্ণ স্ট্যাটাস 

বঙ্গবন্ধুর ছবি এডিট করে পাবলিক টয়লেটের দেয়ালে সেটে দিয়ে সেটি ফেসবুকে স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা পৌরমেয়র পৌরভবনে মঙ্গলবার (৯ মে) সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ২৯ শে এপ্রিল শেখ ছামছুন্নাহার লাকীর ফেসবুক আইডি থেকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের পাবলিক টয়লেটের ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো এবং ছবির নীচে শেখ মুজিব পাবলিক টয়লেট লিখে পোস্ট করা হয়েছে। 

বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে বঙ্গবন্ধুকে অবমাননা ও পুরো জাতিকে অবমাননা করা হয়েছে। যা আদৌ ছিল না। বর্তমানেও নাই। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। 

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ন্যাক্কারজনক কাজের জন্য দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং ১৩৭৫। 

টিএইচ